• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির পরিচিতি সভা

  • Oct 05, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের উদ্বোধন ও নব-নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাব চত্বরে ক্লাবের সভাপতি ঈসারুল হকের সভাপতিত্বেএ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ।

বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মুকুল আলী, ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ হাসান, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ তমাল প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমানসহ স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।