• Friday, January 24, 2025

তানোরে প্রাইভেট কার ও ইয়াবাসহ আটক ৩

  • Oct 23, 2018

Share With

রাজশাহীর তানোরে প্রাইভেটকার ও ২হাজার পিচ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। মঙ্গলবার বেলা আইড়ার দিকে তানোর থানার এসআই রহিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ তানোর থানা মোড়ে অবস্থান করছিলেন। এসময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ ১৩-০৮৬৭) থামিয়ে তল্লাশী করে ২হাজার পিচ ইয়াবা উদ্ধার ও প্রাইভেটকারসহ ৩জনকে আটক করে থানায় নেয়া হয়।

এরা হলেন প্রাইভেট কার চালক নাটোর সদর উপজেলার পূর্বহাগরিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র বোকুল হোসেন (২৮), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপরটুলা মোবারকপুর গ্রামের মৃত জিল্লার রহমানের পুত্র সাদিকুল ইসলাম(৩৪) ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারোইপাড়া গ্রামের আফসার আলীর পুত্র মুক্তার হোসেন (৩৩)। এসময় গাড়ী থেকে অজ্ঞাতনামা আরো ১জন পালিয়ে যায়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, পলাতকের বিষয়সহ আরো তথ্য উদ্ধারের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  পিট২৪