• Friday, January 24, 2025

তেভাগা আন্দোলনের নেত্রী, কিংবদন্তি ইলা মিত্র স্মরণে, নাচোলে কাঙালিভোজ ও আলোচনা সভা

  • Oct 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার: উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী, কিংবদন্তি ‘ইলা মিত্রের’ ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘কাঙালিভোজ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

‘রানী ইলামিত্র সংসদের’ উদ্যোগে নাচোল কেন্দুয়া পঞ্চানন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানী ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রী কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেন, নাচোল সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক আল্লামা আকবর, সাংবাদিক নূরুল ইসলাম বাবু প্রমুখ।