• Friday, January 24, 2025

নাচোলে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

  • Oct 08, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ১২টি পুজা মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি,
সাধারণ সম্পাদক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, যথাযথভাবে শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা উদযাপনকালে মাদক সেবন করে কেউ যেন প্যান্ডেলে প্রবেশ না করে সে দিকেও নজরদারি রাখবে আইন শৃঙ্খলা বাহিনী। কোন ধরণের সমস্যা পড়লে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো জন্য অনুরোধ করেন বক্তারা।

এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা প্রতি আযান ও নামাজের সময়ের দিকে খেয়াল রাখার
জন্য বিশেষভাবে অনুরোধ করেন।