• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে নতুন প্লাটফরম, নতুন লুপলাইন, রানিং রুম নির্মাণ কাজ শুরু

  • Aug 18, 2018

Share With

ট্রেনে উঠা নামায় যাত্রীদের কষ্ট লাঘবে নির্মিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে নতুন লুপলাইনসহ একটি নতুন প্লাটফরম এবং রানিং রুম

শনিবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন রেলওয়ের সংস্কার ও আধুনিক করণে কাজ করছে সরকার। চাঁপাইনবাবগঞ্জবাসীকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সর্মথন দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহবান জানান তিনি।

রাজশাহী পশ্চিম অঞ্চলের জেনারেল ম্যানেজার মজিবুর রহমান এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।