ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জেইর বলসোনারো
- Oct 29, 2018
জেইর বলসোনারো ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবারের নির্বাচনের পর ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেশটির সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল তাকে বিজয়ী ঘোষণা করে।
চলতি মাসের প্রথম সপ্তাহে প্রথম দফার ভোটাভুটিতে ১৩ জন প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছিল বলসোনারো। ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রায়োজনীয় ৫০ শতাংশ ভোটের কম ছিল। তাই রোববার ওয়ার্কার্স পার্টির নেতা হাডাডের সঙ্গে দ্বিতীয় দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
ইলেকটোরাল ট্রাইব্যুনালের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৫৫.৫৪ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী হাডাড ৪৪.৪৬ শতাংশ ভোট পেয়েছেন। ব্রাজিলের ইতিহাসে অন্যতম সহিংস রাজনৈতিক প্রচারণার ও মেরুকরণের এই নির্বাচনে সাও পাওলোর সাবেক মেয়র বামপন্থি ফার্নান্দো হাডাডকে পরাজিত করেছেন।