• Saturday, December 21, 2024

রাজশাহীতে বিদ্যুতের খুঁটি চাপায় এক পথচারি নিহত

  • Oct 22, 2018

Share With

আলোকিত ডেস্ক : রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ সমিতি ও ঠিকাদারের দায়িত্ব অবহেলায় এবার বিদ্যুতের খুঁটি চাপায় এক পথচারি নিহত হয়েছে। চলতি বছরের ২২ অক্টোবর সোমবার দুপুরে মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা ক্বওয়ামী মাদরাসার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত পথ চারির নাম সাহেবজান (৬০) সে উপজেলার চিমনা গ্রামের মৃত লিটু সরদারের পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে এ ঘটনার পর পরই শ্রমিকরা পালিয়ে গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরণের নিরাপত্তা বেস্টনী ছাড়াই ঠেলা গাড়ি থেকে কংক্রিটের তৈরী বিদ্যুতের খুঁটি নামানোর সময় চাপা পড়ে ঘটনা স্থলেই পথচারি সাহেবজান (৬০) নিহত হয়েছে। তবে স্থানীয়রা বলছে, এটা নিছক দুর্ঘটনা নয় এই মূত্যুর দায় পল্লী বিদ্যুৎ সমিতি ও ঠিকাদারী প্রতিষ্ঠান এড়াতে পারে না কারণ তাদের অনেক আগেই বিদ্যুতের খুঁটি পরিবহণ কাজে শতর্ক করে দেয়া হয়েছিল। এব্যাপারে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামরুল ইসলাম জানান, এদিন সোমবার দুপুরে মুন্ডুমালা হাটে বাজার করতে পায়ে হেটে আসছিলেন সাহেবজান। এমন সময় পল্লী বিদ্যুতের নতুন পুল রাস্তার পাশে ঠেলা গাড়ি থেকে পুলগুলো নিচে নামাচ্ছিলেন কয়েকজন শ্রমিক পাশ দিয়ে হেঠে আসার সময় পুল চাপা পড়ে সাহেবজানের ওপর স্থানীয় লোকজন পুলটি তুলে তাকে উদ্ধার করলেও তার আগেই ঘটনা স্থলে সাহেবজানের মুত্যু হয়। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাল প্রস্ততি চলছে বলে জানান তিনি।