• Saturday, December 21, 2024

শিবগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Nov 03, 2018

Share With
 শিবগঞ্জ প্রতিনিধি : অস্ত্র মামলার ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. রমজান আলীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।  গ্রেফতারকৃত আসামি আসামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার ভবানীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই রিপন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আমার নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সাহাপাড়া বাজার থেকে রমজানকে গ্রেফতার করি।

তার বিরুদ্ধে জি.আর ১৫৮/১১ (শিব) অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম সাজা দেন বিজ্ঞ আদালত।  আদালতে আত্মসমর্পণ না করায় ও দীর্ঘদিন পলাতক থাকায় তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

তবে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে তাকে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান শিবগঞ্জ থানা পুলিশ।