• Friday, January 24, 2025

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে রাজমিস্ত্রি নিহত

  • Sep 20, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাটে নদী পর হবার সময় পাগলা নদীতে ডুবে পলাশ আলী নামে এক রাজমিস্ত্রি মারা গেছে। মৃত ব্যক্তি উপজেলার কানসাট গোপালনগরের চান্দু আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি শিকদার মোঃ মশিউর রহমান জানান, পলাশ প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার সকালে রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বেরিয়ে কাজ শেষে বেলা ১২টার দিকে উমরপুর পাগলা নদী ঘাটে বাইসাইকেল নিয়ে নৌকা যোগে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে পলাশ আলী মারা যান।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার কওে তার পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে।