• Friday, January 24, 2025

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Sep 18, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষে মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ পৌর ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে শিবগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিন। শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম।

এ-সময় উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, জেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউক, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিনিয়র সহসভাপতি রানাউল করিম রানাসহ অন্যরা।

এর-আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটা হয়।