• Friday, January 24, 2025

শিবগঞ্জে হাজি মমতাজ মিঞা ডিগ্রী কলেজে আলোচনা সভা

  • Oct 15, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জ শ্যামপুরে অহিংস দিবসের অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা বি ইউ পি ও রুপান্তর, খুলনা এর সৌজন্যে শ্যামপুর হাজি মমতাজ মিঞা ডিগ্রী কলেজ এর সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলেজটির উপধ্যক্ষ মো. জোহরুল ইসলাম ফারুক, বাংলা বিভাগের প্রভাষক মো. এমরান হোসেন। ইংরেজি বিভাগের প্রভাষক রিপন কুমার দাস।

এ ছাড়াও মো. মিজানুর রহমান, মো. হাসানুজ্জামান, তৌহিদুল ইসলাম, মুনিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম স্বপনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।