• Tuesday, December 3, 2024

নওগাঁয় গার্ল গাইডস্ এসোসিয়েশনের আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত

  • Sep 14, 2018

Share With

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১৮ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন শুক্রবার অনুষ্টিত হয়েছে। নওগাঁ সরকারি কলেজের অডিটোরিয়ামে দেশের ৮ টি জেলার সদস্যদের নিয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দীন, বাংলাদেশ গার্লস গাইড জাতীয় কমিশনার সৈয়দা রেহেনা ইমাম প্রমুখ। পরিষদ অধিবেশনে ৩০০ গাইডার উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে উপস্থিত ছিলেন গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আহমদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তনা হক প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এসোসিয়েশনের সম্পাদক গৌরী চন্দ সেতু এ প্রতিবেদককে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭ টি উপজেলার মোট ৩৫ জন সদস্য অংশগ্রহণ করেন।