• Tuesday, December 3, 2024

শিবগঞ্জে বিজিবির বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

  • Sep 26, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে ৫’শ গ্রাম হেরোইন, ২২৭ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। বুধবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় হাবিলদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে পোলাডাংগা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৭/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ক্লাবপাড়া মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ৩ বোতল জেডি মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ দশ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হাবিলদার শ্রী রনজিৎ কুমারের নেতৃত্বে মনাকষা কোম্পানীর একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫ হতে আনুমানিক ৫ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গারা টুলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৮৪ হাজার টাকা।

এ-ছাড়া অপর এক অভিযানে নায়েব সুবেদার মোঃ আহাদ আলীর নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার তাঁরাপুর মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৬ হাজার ৮’শ টাকা মাত্র। উদ্ধারকৃত বিভিন্ন হেরোইন-মদ ও ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জমা দেয়া হয়।