• Tuesday, December 3, 2024

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আলমগীর হোসেনকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

  • Oct 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আলমগীর হোসেনকে  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নুরুল হক।

শনিবার রাতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার  সমাপনী অনুষ্ঠানে তাঁকে এই শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। সাথে সাথে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. চিত্রলেখা নাজনিন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হোন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আলমগীর হোসেন।