• Tuesday, May 14, 2024

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড

  • Oct 29, 2018

Spread the love

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড, শান্তিমোড়, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মহানন্দা সেতুর টোল ঘর, বারঘরিয়া চত্বরের পূর্ব ও পশ্চিম প্রান্ত, শিবগঞ্জ, কানসাট, সোনামসজিদ রাস্তাসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয়েছে সচেতনতামূলক সাইনবোর্ড।

ফিক আইন মেনে নিরাপদ গতীতে গাড়ী চালিয়ে বাড়ি ফিরুন। প্রিয় মানুষগুলো অপেক্ষা করে আছে। সড়ক নিরাপত্তার জন্য সকলের দায়িত্বশীলতা চাই এ কথাগুলো সকলের দৃষ্টি আকর্ষন করে লেখা হয়েছে। রাস্তাপারাপার কিংবা সড়কে সচেতন হয়ে যানবাহন চালানোর জন্য চালকসহ সকল নাগরিক নিয়ম মেনে চরলেই এ সাইনবোর্ডের স্বার্থকতা সফল হবে।

রাতের আধাঁরে সাইনবোর্ডে আলো পড়লেই জ্বলজ্বল করে লেখা ফুঁটে উঠার ব্যবস্থাও রয়েছে। কাজেই কারো চোখ এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। জেলা প্রশাসনের এ উদ্যোগকে সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন।