• Saturday, November 23, 2024

শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন—–এমপি রাব্বানী

  • Jul 26, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা: গোলাম রাব্বানী দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাজাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। উদ্বোধনী উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নেই। ২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি জনগণকে বিএনপি থেকে সাবধান ও দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন- প্রধানমন্ত্রীর অনুশাসন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে সকল শিক্ষার্থীকে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করনের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে আর গ্রহণ করা হচ্ছে নানামুখী উদ্যোগ। যে জাতি যত শিক্ষিত সে দেশ তত উন্নত, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত করণে অভিভাবক ও শিক্ষকদের একসাথে কাজ করতে হবে। মায়েদের উচিত সন্তানকে বেশি করে সময় দেয়া। শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে উপযুক্ত সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। এ সময় এমপি গোলাম রাব্বানী সরকারের বিভিন্ন উন্নয়নমুলক দিক তুলে ধরে বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে, বছরের প্রথমদিন প্রতিটি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। এর আগের শাসন আমলের কোন এমপি শিবগঞ্জ উপজেলার উন্নয়নের কোন ছোঁয়া লাগাতে পারেননি বলে তিনি অভিযোগ করেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে শিবগঞ্জ উপজেলার জনসাধারণের সেবা ও এলাকা উন্নয়নের জন্য মনোনয়ন দিয়েছিলেন। তিনি আমাকে এই সব উন্নয়নের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আগামীতে ও আশা করছি তিনি আমাকে সুযোগ দিবেন। সকল ভেদাভেদ ভুলে এমপি রাব্বানী- আগামী একাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। আয়োজিত অনুষ্ঠানে সোনামসজিদ স্থল বন্দরের শ্রমিকলীগের সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, উপজেলা শিক্ষা সহকারী প্রকৌশলী আনসার আলি, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এমরান আলি, সোনামসজিদ স্থল বন্দরের সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সেনাউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম ডিউক চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে এম পি রাব্বানী- অত্র ইউনিয়নে ৩ কিলোমিটার পাঁকা করনের ঘোষনা দেন। এছাড়া সাইকেল গ্যারেজ ও মাঠ ভরাটের জন্য ৩ লাখ টাকা আর্থিক অন্দুান ঘোষনা করেন।