• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে শিশু একাডেমীর হামদ-নাথ ও আযান প্রতিযোগিতা

  • Nov 21, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শিশুদের হামদ/নাথ ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার ২১ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এতে উপস্থিত ছিলেন, অতিরিত্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম।

আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ-আলম, সেরাজুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবকসহ অন্যরা। পরে দোয়া করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হামদ/নাথ এর বিজয়ী কনা জানান, সবসময় অন্য ধাচের গান করি। এখানে ইসলামিক হামদ/নাথ গাইতে পেরে ভাল লেগেছে। আমার মত অংশগ্রহণকারী সকলেই বেশ আনন্দিত।