চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
- Aug 07, 2018
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বরমান হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র মোহা: কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানার অফিসার ইন-চার্জ(তদন্ত) মাহতাব আলী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার বরুন মন্ডল , উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিগন।