• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা রায়ের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সমাবেশ

  • Nov 02, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারে ২নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাড আশিফা আশরাফী পাপিয়া। সভায় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনিমুল মন্ডল সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য দেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল ইসলাম কমল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম আনোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেসবাউল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ রাজাসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হারুন বলেন, জাতি আজ এই অবৈধ, জালিম সরকারের থেকে মুক্তি পেতে চাই। বর্তমানে দেশের বিচার বিভাগ স্বাধীন নয়। শুধুমাত্র মহাসচিবের নামেই মিথ্যাভাবে ৮৬ টি মামলা দেয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে বাস্তবে এদেশের কোন উন্নয়নই হয়নি। এদেশের প্রকৃত উন্নয়ন বিএনপি ছাড়া সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।