• Monday, May 27, 2024

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ ম্যুরাল ঢেকে গেছে পোষ্টারে

  • Nov 02, 2018

Spread the love

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ব্যস্ততম সড়ক বিশ্বরোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপন করা হয়েছে। শুধু বিশ্বরোড নয়, শহরের ফায়ার সার্ভিস মোড়সহ বিভিন্নস্থানে শোভা পাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কারিগর শেখ মুজিবুর রহমান।

শুধু তাই নয় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে তৈরি করা হয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চ। এ সব ম্যুরাল স্থাপনে মঈনুদ্দীন মন্ডলসহ আওয়ামী লীগ উদ্যোগ গ্রহণ করেন।

জেলা পরিষদের সার্বিক সহযোগতিায় এসব ম্যুরাল যেন আজ অজতেœ আর অবহেলায় রয়েছে। বিশ্বরোডের ম্যুরালের দু পাশের দেয়ালের চিত্র ঢেকে গেছে পোষ্টারে। যেন কেউ সেটা দেখতেই পাই না। কিছু স্থানে ভেঙ্গে দৃষ্টিকটু হয়েছে। এলাকার সচেতন ও সূধী মহলের প্রত্যাশা অচিরেই যেন কর্তৃপক্ষ নজর দিয়ে এসব ম্যুরাল রক্ষনাবেক্ষণের পদক্ষেপ নেয়।