• Sunday, May 5, 2024

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভা

  • Nov 07, 2018

নিজস্ব প্রতিবেদক : উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থাই আমাদের মূল লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাঠানপাড়ায় ফুড অফিস সংলগ্ন বিএনপির অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁপাইনবাবগঞ্জ সদর, পৌর ও নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ছাত্রদলের সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম-মহাসচিব মো. হারুনুর রশীদ। হারুন তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জন্য জেড ফোর্সের নায়েক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি জেল, জুলুম, নির্যাতন বন্ধ করতে আওয়ামী লীগ সরকার প্রধানকে আহবান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন।

আরো উপস্থিত ছিলেন,  চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, শ্রমীক দলের সাধারণ সম্পাদক মো. মুসা, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর থানা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ রাজা, পৌর ছাত্র দলের সভাপতি মীম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আওয়াল আলীসহ বিএনপির বিভিন্ন অংগসংগঠণের নেতৃবৃন্দ।