• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বন্ড ফ্যাশন শো-রুমের উদ্বোধন

  • Nov 07, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্র বড় ইন্দারা মোড়ে পুরুষদের আধুনিক ও উন্নতমানের পোশাক এর সমাহার নিয়ে বন্ড ফ্যাশনের শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নতুন এ শো-রুমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম, সাগর অটো রাইস মিলের সত্বাধিকারী মো. মনির শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন্ড ফ্যাশনের জেনারেল ম্যানেজার এ.এম.এম মনিরুজ্জামান এর সার্বিক আয়োজনে সুস্বজ্জিত মনোরম পরিবেশের শো-রুমটির ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মঙ্গলকামনা করে দোয়া করা হয়। উদ্বোধন উপলক্ষে ৩ দিন একটি পণ্য কিনলে একটি টি-শার্ট উপহার হিসেবে ফ্রি দেয়া হচ্ছে।


বন্ড ফ্যাশনের জেনারেল ম্যানেজার এ.এম.এম মনিরুজ্জামান জানান, চাঁপাইনবাবগঞ্জে আমরা মনিটরিং করে দেখলাম এখানে ভাল ও উন্নত মানের তেমন কোন শো-রুম নেই পুরুষদের পোষাকের জন্য। পুরুষদের ভাল ও উন্নমানের পোষাকের কথা বিবেচনা করেই সারা বাংলাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে আজ বুধবার ১১ তম শাখার উদ্বোধন করা হল। তিনি আরো জানান, ভোক্তা বর্তমানে আধুনিক মান বজায় রেখে কেনাকাটা করতে পছন্দ করেন। সুদুর ঢাকা কিংবা রাজশাহী না যেয়ে এখন থেকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জেই পাওয়া যাবে বন্ড ফ্যাশনের ফেব্রিক্স ও উন্নতমানের পোশাক।