• Monday, May 20, 2024

চাঁপাইনবাবগঞ্জ রাবেয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড

  • Oct 31, 2018

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়ায় অবস্থিত রাবেয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে. বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের পরপরই সেখানে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস, গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস, রাজশাহী জেলার রাজশাহী ফায়ার সার্ভিস, তানোর উপজেলা ফায়ার সার্ভিস এবং গোদাগাড়ি উপজেলা ফায়ার সার্ভিসসহ মোট ৫টি ইউনিট আগুণ নেভানোর কাজে লিপ্ত রয়েছে বলে ফায়ার সার্ভিসের একটি সূত্র নিশ্চিত করেছে।