• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে শীতে মেতে উঠছে ব্যাডমিন্টন খেলা

  • Nov 27, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জসহ প্রকৃতিতে আস্তে আস্তে বইতে শুরু করেছে শীতের হাওয়া। আর শীত মানেই ব্যাডমিন্টন খেলা। শীতের আগমনী বার্তা বোঝার অন্যতম একটি চিত্র এই খেলাটি। শীত আসলেই শহরের প্রতিটি অলিতে গলিতে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে। সন্ধ্যা থেকে রাত অবধি খেলায় অংশ নেন তরুণরা। তালিকা থেকে বাদ পড়েন না মধ্যবয়সী ও মেয়েরাও। তারাও শীতের পরশ বুলানো কুয়াশায় মত্ত থাকেন ব্যাডমিন্টন খেলায়।
রাস্তার অলি গলিতে শুরু হয়ে যায় ব্যাডমিন্টনের মাঠ সাজানোর প্রস্তুতি। লাইট, নেট, কক, স্ট্যান্ড। টানা খেলতে খেলতে শরীর ঘেঁমে অস্থির। তবুও মানুষ উপভোগ করে খেলাটি। বাংলাদেশের মানুষ ক্রিকেট ও ফুটবল খেলতে অভ্যস্ত থাকলেও ব্যাডমিন্টন নিয়ে উৎসাহ উদ্দীপনা কোনো অংশেই কম নয়। বরং শীতকাল আসলেই এই খেলাটি সব খেলাকে ছাপিয়ে যায়।

কয়েকদিন আগে সন্ধার পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের সবুজ মাঠে দেখা গেল পুলিশ সদস্যরা ব্যাডমিন্টন খেলছে। কাছে যেতেই দেখা গেল পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খানসহ পুলিশের উর্দ্ধতন কমকর্তাবৃন্দ ট্রাউজার আর ট্রাকসুট পরে ব্যাডমিন্টন খেলে শরীরের ঘাম ঝরাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম জানান, শীতকালীন এ ধরণের ব্যাডমিন্টন খেলা আমি বেশ উপভোগ করি। সারাদিন চোর পুশিশের কাজের ব্যস্ততার ভিড়ে সন্ধার পর সকলে যখন একত্রিত হয়ে ব্যাডমিন্টন খেলি তখন মনে একটা প্রশান্তি আসে। তিনি আরো জানান, শীতের এ খেলার জন্য আমার ছোট ছেলেকেও নিয়ে আসি। অন্য অফিসারের বাচ্চারাও আসে। ওরাও খেলাটি উপভোগ করে। হরিমোহন স্কুলে শিশির নামে একজন ব্যাডমিন্টন খেলছিলেন, যিনি শহরের একজন ব্যবসায়ী। তিনি বলেন, আমি এখানে প্রতি বছর ব্যাডমিন্টন খেলি।

দেশের তরুণদের কাছে এটি মৌসুমী খেলা নামে পরিচিত। শীতের রাতের ব্যাডমিন্টন কোর্টগুলো প্রমাণ করে দেয় খেলাটি এই দেশের মানুষের কাছে কতটুকু জনপ্রিয়। সারাদিন ক্লাস কোচিংসহ ব্যস্ত সময় পার করে সন্ধ্যা হলেই তরুণ ছেলেমেয়েরা হাজির হন ব্যাডমিন্টন খেলতে। পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শহরের প্রায় সকল মহল্লায় এখন চলছে ঘাম ঝরানো এ খেলা। ব্যাডমিন্টন খেলাটিতে প্রতিটি দলে দুইজন করে সদস্য থাকে। তবে একজন করেও খেলা যায়। খেলার জন্য দরকার হয় ব্যাট, কর্ক ও নেট।

ব্যাডমিন্টনের কোর্ট সমতল আয়তাকৃতির হয়ে থাকে। একক ও দ্বৈত উভয় ক্ষেত্রে দৈর্ঘ্য ১৩৪ মিটার হবে। দ্বৈতের জন্য কোর্টের প্রস্থ ৬১ মিটার। নেটের উচ্চতা হবে ১৫৫ মিটার। র‌্যাকেট/ব্যাট ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে কিছু মাপ রয়েছে। র‌্যাকেটের দৈর্ঘ্য ৬৮ সেমি এর বেশি হবে না এবং প্রস্থে ২৮ সেমি এর চেয়ে বেশি হবে না।

কর্ক এর ক্ষেত্রে এর ওজন ৫৫০ এর বেশি হবে না। এর মধ্যে ১৪ থেকে ৬৪টি পালক থাকবে। একক ও দ্বৈত উভয় খেলায় সাধারণত ১৫ থেকে ২১ পয়েন্টে গেম হয়। উভয় দল ২০-২০ পয়েন্ট অর্জন করলে সেক্ষেত্রে ২ পয়েন্ট বেশি পেয়ে জয়লাভ করতে হবে। অর্থাৎ ২০-২২, ২৪-২৮ ইত্যাদি। উভয় দলের পয়েন্ট সমান হওয়াকে ডিউস বলে। এভাবে ৩০ পয়েন্টের মধ্যে খেলা শেষ করতে হবে।