• Saturday, December 21, 2024

চাঁপাইনবাগঞ্জে তাহের সংসদের উদ্যোগে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালন

  • Nov 07, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাগঞ্জে বুধবার সকালে নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর বড় কোনো সম্পদ নেই এ প্রতিপাদ্যে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্নেল আবু তাহের সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আলোচনা ও জাসদ ছাত্রলীগ মিছিল কর্মসূচির আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তাহের সংসদের সভাপতি নিয়ামুল হক। সভায় বক্তব্য দেন, জেলা জাসদের সভাপতি মোজাফর হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি আজাহারুল ইসলাম পিন্টু, আব্দুল হামিদ রুনু, কর্ণেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারী জোটের সভাপতি তৌহিদা খাতুন কমলা, শ্রমিকজোটের আহ্বায়ক সাজেমান আলী। 

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, পৌর ছাত্রলীগের সভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য সারওয়ার্দি ইসলাম, মোজাহিদুল ইসলাম, শাহনেয়ামতুল্লাহ কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন আকাশ, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি তারেক রহমানসহ জাসদ ও জাসদ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

এর আগে জেলা জাসদ ছাত্রলীগ শহরে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কর্নেল তাহের সংসদ আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।