• Saturday, December 21, 2024

নাচোলে বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে সৈকত জোয়ার্দারের গণসংযোগ

  • Nov 07, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সৈকত জোয়ার্দার গণসংযোগ করেছেন। তিনি নাচোল উপজেলার লক্ষীপুর, নিজামপুর, মুর্শিদা, হলাসপুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ করে যাচ্ছেন। বুধবার সকালে ও বিকেলে নাচোলের বিভিন্ন মহল্লায় নৌকা প্রতীকের জন্য গণসংযোগ করেছেন।

এ সময় তিনি এলাকার নারী-পুরুষ এর সাথে কুশল বিনিময় করেন সৈকত জোয়ার্দার। সামনে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান তিনি। পরে তিনি ভোলামোড় মুর্শিদা মাদ্রারাসা মাঠ ও লক্ষীপুর স্কুল মাঠে ২ টি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলাধুলার ক্ষেত্রে তিনি সবসময় সহায়তা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। তিনি সকলের দোয়া প্রার্থী। এ সব গণসংযোগের সময় আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠণের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।