• Thursday, May 30, 2024

জেল হত্যা দিবস পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর যুবলীগের প্রস্তুতি সভা

  • Nov 01, 2018

Spread the love

নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতার ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক, সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সহ-সভাপতি মাহবুবুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রামিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৭ টায় দলীয় পতাকা অর্ধনমিত রাখা, পৌনে ৮ টায় জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, পবিত্র কোরআন খানি ও দোয়া মাহফিল। সকাল ৯ টায় দলীয় কার্যালয় থেকে র‌্যালী এবং র‌্যালী শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।