• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জে দেবরের সাথে পরোকীয়ায় স্বামী খুন : দেবর ভাবী গ্রেপ্তার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • Oct 17, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে দেবরের সাথে পরোকীয়ায় স্বামী খুন এর ঘটনা ঘটেছে। বালুগ্রাম এলাকায় এ লোমহর্ষক হত্যাকান্ড ঘটে।

গত ১২ অক্টোবর শুক্রবার পরোকীয়ার কারণে পূর্ব-পরিকল্পিত ভাবে ঘরের ভেতর একটি সুরঙ্গ তৈরি করে। সে সুড়ঙ্গ দিয়ে বড় ভাই ইউসুফের ঘরে প্রবেশ করে ছোট ভাই ঘাতক ইউনুস। ঘরে ঢুকে তার ভাবী মদিনার সহায়তায় বালিশ চেপে হত্যার চেষ্টা করে তার ভাইকে। ইউসুফ নড়াচড়া শুরু করলে মদিনা তার স্বামীর পা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। তবুও তারা মৃত্যুর বিষয়ে সন্দেহ থাকায় ভাই ইউসুফের গলায় গামছা পেচিয়ে ঘরের চালার সাথে ২০/২৫ মিনিট ঝুলিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করে।

পরদিন সকালে গোপনে লাশ দাফন করে। বিষয়টি পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম জানার পর, হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেন। হত্যার অভিযোগ না পেয়েও পুলিশ সুপার স্বপ্রণোদিত হয়ে দিক নির্দেশনা দিয়ে হত্যা রহস্য উদঘাটনে দেবর ইউনুস ও ভাবী মদিনাকে গ্রেপ্তার করে।

তারা মঙ্গলবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। সদর মডেল থানার ওসি অপারেশন মো. ইদ্রিশ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, হত্যার সাথে জড়িত দেবর ভাবীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ইতোমধ্যে তারা জবানবন্দীও দিয়েছে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় এলাকায় চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়।