• Saturday, December 21, 2024

মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সমিতিসমুহের মাঝে অনুদানের চেক বিতরণ

  • Oct 17, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সমিতিসমুহের অনুকুলে মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর  এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এস এফ এম খায়রুল আতাতুর্ক।


অনুষ্ঠানে সদর উপজেলার ২৩ টি মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সমিতিকে ৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো জানানো হয়, এবার জেলায় ৯২টি প্রতিষ্ঠানকে ১৭ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হবে।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আলহাজ্জ এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, শিবগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রহমান, কল্যানী মহিলা সংস্থার সম্পাদক মর্জিনা হক ,যুব মহিলা সমিতির সেক্রেটারী ও জেলা পরিষদের সদস্য শান্তনা হকসহ সাংবাদিকবৃন্দ।