• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নাচোলের রাণী ইলামিত্রের জন্মবার্ষিকী পালিত

  • Oct 18, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলামিত্রের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মঞ্জুরুল হুদা, নারী নেত্রী মার্জিনা হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান চন্দ্র সিংহ, নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমরম, নাট্যকর্মী শাহজাহান প্রামানিক, সাংস্কৃতি কর্মী গোলাম ফারুক মিথুন প্রমুখ।

সভায় ইলামিত্রের সংগ্রামী জীবন ও তার উপর তৎতকালী বৃটিশ সরকারি বাহিনীর অমানুষিক নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় নাচোলের রানী খ্যাত কৃষক নেত্রী ইলামিত্রের স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়।

এদিকে, ইলামিত্রের শ্বশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দুপরে কৃষ্ণগবিন্দপুর ডিগ্রী কলেজে, প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখার’ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণগবিন্দপুর ডিগ্রী কলেজে কলেজের অধ্যক্ষ রফিকুজ্জামান। ‘জাগো নারী বহ্নিশিখার’ আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে আলোচনায়অংশ নেন, শিক্ষক তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা বের করা হয়।