• Saturday, December 21, 2024

নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

  • Oct 18, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, প্রভাষক আকতারুজ্জামান মন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপর দিকে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন, দর্জি প্রশিক্ষক রেহেনা ইয়াসমিন, নকসী কাঁথা প্রশিক্ষক সিনুরা খাতুন, সহকারী প্রোগ্রামার (আইটি) তাসরিন সুলতানা, কম্পিউটার প্রশিক্ষক রাহনাজ বন্যা প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।