• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নৌকা বাহিচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Oct 18, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ এর মল্লিকপুর ফেরিঘাটে বৃহস্পতিবার বিকেলে মাঝি সমিতি আয়োজিত নৌকা বাহিচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দরকে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল হাকিম।

এ সময় উপস্থিত ছিলেন, চেয়াম্যান মো. ইসরাইল, সাবেক চেয়াম্যান মো. সাদির আহম্মেদ, মো. মুনিরুল ইসলাম প্রমুখ। নৌকা বাহিচের সময় নদীর দুপাড়ের মানুষ আগ্রহ নিয়ে বাহিচ খেলা উপভোগ করেন। পরস্কার হিসেবে বিজয়ী ও বিজীত দলকে টেলিভিশন ও টেবিলফ্যান দেয়া হয়।