• Friday, January 24, 2025

আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে : সাবেক এমপি হারুন

  • Oct 19, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠ ও নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। আর এ জন্যই দেশের সব রাজনৈতিক দলগুলো এক কাতারে এসে দাঁড়িয়েছে।

শুক্রবার বিকেলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ন-মহাসচিব হারুনুর রশীদ এ কথা বলেন। তিনি আরো বলেন, গুম, খুন, হত্যায় সরকার সারাদেশকে বিভৎস করে ফেলেছে। বিএনপি কর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে। এমনকি বিএনপি মহাসচিবের নামে ১০০ টার বেশি মিথ্যে মামলা করেছে। তিনি আরো বলেন, হাসিনা সরকার বেআইনি ও অন্যায়ভাবে ক্ষমতায় টিকে আছে। আগামীতেও এভাবেই ক্ষমতায় থাকতে চাই তার। কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।

এ সময় তিনি আরো বলেন, সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্তমান অবস্থায় প্রমান করে এ সরকারের অধীনে কোনভাবেই ন্যায়বিচার সম্ভব নয়। দেশের জনগণ সরকারের ১০ বছরের দুনীতি, অপরাধের জবাব আগামী নির্বাচনেই দেবে। কারণ দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাাহ, বিএনপি ও সত্যের জয় হবেই।

সমাবেশের প্রধান বক্তা, সাবেক এমপি অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া বলেন, কোন মতেই শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে না এবং হতে দেয়া যাবে না। বিনা ভোটে হাসিনা যে ক্ষমতায় রয়েছে তাকে সেখান থেকে নামানো হবে। তাই সরকারকে ক্ষমতা থেকে নামাতে সকল নেতাকর্মীকে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি সরকার দলীয় নেতাকর্মীরা লুটপাট করছে। বিদেশে অর্থ পাচার করছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়লা চুরি করছে। তাই দেশের জনগণ আগমীতে আর কোন পাতানো নির্বাচন হতে দেবে না।

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবরাতলার দিয়ার ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ড গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সাবেক এমপি অ্যাডভোকেড আশিফা আশরাফী পাপিয়া।

৩ নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাসেম আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদিউজ্জামান সাদি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম আনোয়ার, সদর উপজেলা ছাত্র দলের হামিদুর রহমানসহ অন্যরা।