• Friday, January 24, 2025

আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন এলাকায় স্কুল-মাদ্রাসার উর্দ্ধমুখী ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করলেন

  • Oct 20, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : আমনুরা দারুল হোদা হক্কানিয়া দাখিল মাদ্রাসার উর্দ্ধমুখী ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদর আসনের এমপি আব্দুল ওদুদ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ সব কাজ বাস্তবায়ন করছে।

আমনুরা দারুল হোদা হক্কানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বদরুল আলম মিয়া, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. তাইজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাকিব ডাক্তার প্রমুখ। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে আব্দুল ওদুদ এমপি নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী ভবন নির্মাণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।