• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসে প্রথম রাস্তায় জেব্রা ক্রসিং এর ব্যবহার শুরু

  • Oct 20, 2018

ডি এম কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসে প্রথম রাস্তায় জেব্রা ক্রসিং এর ব্যববার শুরু হয়েছে। ইতোমধ্যে এর ব্যবহার লক্ষ করা গেছে। চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়, বিশ্বরোড মোড়, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়েরর সামনে, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বড় ইন্দারা এক্সিম ব্যাক কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে, শিবতলা মোড়, হুজরাপুর, টিটিসি বারঘরিয়াসহ শহরের গুরুত্বপূর্ণস্থানে জেব্রা ক্রসিং করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এ প্রতিবেদককে জানান, ট্রাফিক আইনের একটা অংশ হচ্ছে এ জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং হচ্ছে রাস্তার মাঝে লম্বা সাদা কালির আঁচড়।

ছবিটি নবাবগঞ্জ সরকারী কলেজ এর সামনে থেকে তোলা

মানে ঐ নির্দিষ্ট স্থান দিয়েই পায়ে হেঁটে যারা পার হবেন তাদের জন্য। তিনি আরো জানান, ইতোমধ্যে জেলা পুলিশ ট্রাফিকদের জন্য প্রতি সপ্তাহে এসব ব্যাপারে জানাতে ক্লাস নেয়া হচ্ছে। স্কাউট সদস্যসহ জেলার ট্রাফিক পুলিশ এর ব্যবহার মানুষকে জানাতে কাজ করছে মাঠে। সরেজমিনে শনিবার বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, শহরের পিটিআই এর সামনের জেব্রা ক্রসিং পার হচ্ছেন একজন শিক্ষানবিশ শিক্ষক।

তাকে জিজ্ঞেস করতেই বললেন, চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসে প্রথম জেব্রা ক্রসিং এর ব্যবহার শুরু হয়েছে। যারা জানে এর ব্যবহার তারা ঠিকই এর ভেতর দিয়েই রাস্তা পার হবে। এত করে জানযট যেমন কমবে ঠিক তেমনি সড়ক দুর্ঘটনাও কমবে।

আরেকজন শিক্ষক জানান, এখন দরকার বেশি বেশি প্রচারণা। কেন এ জেব্রা ক্রসিং এটা সকলকে বুঝাতে হবে, এর ব্যবহার সমন্ধে জানাতে হবে। সমাজের সূধীমহল জেলা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রাস্তায় দুর্ঘটনা ও জানযট এড়াতে তাই ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে আমাদের সকলকে।