• Saturday, December 21, 2024

শিবগঞ্জে ওয়ার্কস ফর সোসাইটির আহ্বায়ক আসিফ, সদস্য সচিব মিম্পা

  • Oct 20, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য সম্মত পরিবেশ গঠন, দারিদ্র হ্রাস করণ, অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ, উন্নয়ন এবং ক্ষমতায়নের সঠিক নির্দেশনা দানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি মোড়ের সেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্কস ফর সোসাইটি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে বহলাবাড়ি ঘাট সংলগ্ন মাঠে এক আলোচনা সভায় সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

এতে ডা. আসাদুজ্জামান আসিফকে আহ্বায়ক ও সাংবাদিক জাহিদ হাসান মাহমুদ মিম্পাকে সদস্য সচিব করে এক বছর মেয়াদি ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্যরা হলেন, হাসিবুর রহমান নয়ন, আব্দুল খালেক, সোহেল রানা রকি মন্ডল, আসিফ মোল্লা ও আরিফুল ইসলাম আরিক।

আহ্বায়ক ডা. আসিফ বলেন, সমাজের জন্য ভালো কিছু কাজ করার উদ্দেশ্যে গত ৩০ সেপ্টেম্বর ‘ওয়ার্কস ফর সোসাইটি’র অনুষ্ঠানিক পথ চলা শুরু হলেও এমন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের মূল স্বপ্নদ্রষ্টা হচ্ছেন নবনির্বাচিত সদস্য সচিব সাংবাদিক মিম্পা। এছাড়া, সংগঠনটিকে এগিয়ে নিতে তিনি স্থানীয়ভাবে সকলের সহায়তা কামনা করেন।
সদস্য সচিব সাংবাদিক জাহিদ হাসান মাহমুদ মিম্পা বলেন, গত দশ বছরের একটি স্বপ্ন গতমাসে প্রায় হাজারো দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের মধ্যে পথচলা শুরু করেছে। ভবিষ্যতে এলাকার অসহায় ও দুঃস্থদের সহায়তায় এ সংগঠনটি কাজ করবে।