• Thursday, November 21, 2024

অবৈধ পেট্রোল বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানে নামার কথা জানালেন পুলিশ সুপার মোজাহিদুল

  • Oct 21, 2018

Share With

আলোকিত ডেস্ক : যারা অবৈধভাবে পেট্রোল বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। সাথে সাথে যেসব পেট্রোল পাম্প নিয়মবহির্ভুতভাবে খুচরা বিক্রেতাদের াকছে পেট্রোল বিক্রি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেট্রোলের অপব্যবহার করতে না পারে সে লক্ষে এ অভিযানে নামবে পুলিশ। আর তাই লাইসেন্স বহির্ভুতভাবে খুচরা পেট্রোল বিক্রি না করতে পাম্প মালিকদের প্রতি পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রাফিক সচেতনতার অংশ হিসেবে ইতো:পূর্বে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে মতবিনিময় করে মোটর সাইকেল চালকদের হেলামেট ছাড়া পেট্রোল না দিতে পাম্প মালিকদের নির্দেশনা দেয় পুলিশ। এর পর মোটর সাইকেল চালকরা হেলমেট পরিহিত অবস্থায় পাম্পে গিয়ে পেট্রোল নিচ্ছেন। তবে অনেকেই পেট্রোল পাম্প থেকে খুচরা পেট্রেল কিনে জেনারেটরসহ গ্রামাঞ্চলে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন-২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতাকারীরা হাতের কাছে খোলাবাজারে পেট্রোল পেয়ে পেট্রোল বোমা তৈরি করে নাশকতা চালিয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে খোলাবাজারে পেট্রোল বিক্রেতা ও যেসব পেট্রোল পাম্প অবৈধভাবে খোলা পেট্রোল বিক্রি করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। পেট্রোলের অবৈধব্যবহার বন্ধ করা হবে।

তিনি বলেন-পেট্রোল ডিলারদের লাইসেন্সেই বলা আছে খুচরা পেট্রোল বিক্রি করতে পারবে না। তাই আইন মেনে পেট্রোল বিক্রি করার জন্য তিনি পাম্প মালিকদের প্রতি আহবান জানান এবং যারা অনুমোতি না থাকার পরও গ্রামেগঞ্জে হাটে বাজারে খুচরা পেট্রোল বিক্রি করে তাদেরকেও তা না করার জন্য আহবান জানিয়ে বলেন-অচীরেই অভিযানে নামবে পুলিশ।