• Friday, September 22, 2023

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের ঘন্টাব্যাপী মানববন্ধন

  • Oct 22, 2018

নিজস্ব প্রতিবেদক : জাগাও বিবেক, জাগো জনতা, জাগো শ্রমিক দল এ স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেব রহমানের মিথ্যা মামরার ফরমায়েসি রায়ের এবং সকল রাজনৈতিক নেত্রীবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে বাংলাদেশ জাতয়িতাবাদী শ্রমিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ কোট চত্বরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধনে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতিসহ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন।