• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

  • Oct 22, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর আয়োজনে সোমবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পালন করা হয়েছে। প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনিনসহ স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


অপর দিকে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অক্ট্রয় মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সার্বিক তত্বাবধানে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্তিত ছিলেন, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, কামাল উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আখতার কাঁকলী, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব জন প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্নস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন স্কাউট সদস্যদের নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব সংবলিত লিফলেট বিতরণ করেন।