• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন ওদুদ এমপি

  • Oct 26, 2018

Share With

ডি এম কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ শনিবার, রবিবার ও সোমবার ৩ দিন শহরের বিভিন্ন মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, কলেজ এর উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন।

শনিবার ওদুদ এমপি সকাল ৯ টায় শংকরবাটী উচ্চ বিদ্যালয়, সকাল সাড়ে ৯ টায় শংকরবাটী হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন। এছাড়াও দুপুর ১২ টায় স্বরুপনগর শহদি মহর আলি উচ্চ বিদ্যালয় ও দুপুর আড়াইটায় নবাবগঞ্জ সরকারি কলেজ এর উদ্ধামুখী ভবন সম্প্রসারণের উদ্বোধন করবেন। ওদুদ এমপি একই দিন ৪ টি নতুন ভবনের উদ্বোধনও করবেন।

সেগুলো হচ্ছে, সকাল সাড়ে ১০ টায় নবাবগঞ্জ কামিল মাদ্রাসা, সাড়ে ১১ টায় দূর্গাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা, বিকেল ৩ টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাড়ে ৩ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। আর ২ টি কলেজ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ দুপুর সাড়ে ১২ টায় ও শাহনেয়ামতুল্লাহ কলেজ দুপুর ১ টায় ভবনের উদ্বোধন করবেন।

আব্দুল ওদুদ এমপি ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় পলশা দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করবেন।

পরদিন ২৯ অক্টোবর আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে উর্দ্ধমুখী সম্প্রসারণ, নতুন ভবনের উদ্বোধন করবেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়, মহারাজপুর উচ্চ বিদ্যালয়, শালিম ডোলপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, খলিল উদ্দীন বিশ্বাস উচ্চ বিদ্যালয়, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজ।

এ ছাড়াও একটি কোঠানি পাড়া ব্রিজ এর উদ্বোধনও করা হবে।