• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের জেল হত্যা দিবস পালিত

  • Nov 03, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে ছাত্রলীগের আয়োজনে জেল হত্যা দিবস পাল করা হয়েছে। শহরের শহীদ মুনিমুল হক সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ইমন রেজা ও সভা সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।

আলোচনা সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশ ও সাধারণ সম্পাদক নাজমুজ্জামান মাসুম প্রমুখ। সভায় বক্তারা জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তাঁদের আদর্শকে বুকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে জাতীয় নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।