• Friday, January 24, 2025

বর্তমান সরকারের ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে : আব্দুল ওদুদ এমপি

  • Nov 03, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সফল নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী সরকার যা উন্নয়ন করেনি, বর্তমান সরকারের ১০ বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিগত বিএনপি সরকার দেশের তেমন উন্নয়ন করেনি, তাদের কথার ফুলঝুড়ি ছিল। তারা চরাঞ্চলের মানুষকে পিছনের দিকে ঠেলে দিয়েছিল।

ওদুদ এমপি আরো বলেন, বর্তমান সরকার তাদের জীবন মানোন্নয়নের জন্য পাকা সড়ক নির্মাণ করে দিয়েছে। এছাড়া আধুনিক মানের রেলষ্টেশন, আন্তঃনগর ট্রেন চালু, এ জেলাকে পর্যটন নির্ভর করে গড়ে তোলা ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওদুদ এমপি বলেন, কাকে ভোট দিলে আপনারা শান্তিতে আর ভালভাবে থাকতে পারবেন সেটা বিবেচনা করেই ভোট দেবেন। আর সেটা হচ্ছে নৌকা। নৌকা প্রতিকে ভোট দিলেই মানুষ শান্তিতে থাকবে।


চাঁপাইনবাবগঞ্জে শনিবার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বিভিন্ন পাকা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক সভায় কথাগুলো বলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। নরেন্দ্রপুর দাখিলা মাদ্রাসা চত্বরে আয়োজিত সভায় শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মো. আব্দুর রশিদ মাষ্টার, শহর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রমুখ।

ইসলামপুর ইউনিয়নে ২ টি রাস্তার নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আব্দুল ওদুদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে শাহজাহানপুর ইউনিয়নে শুকনাপাড়া-খাকচাপাড়া-ছোট কলকাতা-আলাতুলি পর্যন্ত প্রায় ১৬ কি. মি. পাকা রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন এমপি ওদুদ।