• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের সাবেক সভাপতি ওবাইয়েদ পাঠান গ্রেপ্তার

  • Oct 29, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুপুরে যুবদলের সাবেক সভাপতি ও সদর আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওবাইয়েদ পাঠান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের পাঠান পাড়া থেকে  তাঁকে আটক করা হয়। আটককৃত পাঠান বটতলাহাট জয় নগর মিরপাড়ার মো. আব্দুল লতিফের ছেলে। তাঁর মামলা নং- ৩ (২) ১৮।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মো. মশিউর রহমান এ প্রতিবেদককে জানান, যুবদল নেতা পাঠানের নামে পূর্বের বিষ্ফোরক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আটকের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই মশিউর রহমান।

এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওবাইয়েদ পাঠানের সহধর্মীনী নাদিরা চৌধুরী জানান, তাকে হয়রানি করার উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্র করে মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, দ্রুত সুষ্ঠ তদন্তে মাধ্যমে ওবাইয়েদ পাঠানের মুক্তি দাবি করছি।