• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • Nov 10, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী বিএনপি,জামায়াত ও শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানগুলি চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শিবিরের সাবেক জেলা সভাপতি ও ১৫ মামলার আসামী আবদুল্লাহ রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,শহরের হুজরাপুর খালঘাট এলাকার মৃত.গুলজার আলীর ছেলে আইয়ুব আলী (৫৫),তাঁর ছেলে মিলন (২৬),শিবতলা পন্ডিতপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ (৪০) এবং সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত.মেসের আলীর ছেলে আলম (৪৮) ও একই গ্রামের মৃত.আবুল কাশেমের ছেলে আনারুল (৪৫)।

সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, রাতে শহরের শিবতলা এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ ১৫ মামলার আসামী শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত নেতা আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে শহরের হুজরাপুর এলাকা থেকে ৬ মামলার আসামী জামায়াত নেতা আইয়ুব আলী ও ৭ মামলার আসামী শিবির কর্মী মিলনকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে বাগডাঙ্গা-বাগচর গ্রামে অভিযান চালিয়ে হত্যাসহ ৪ মামলার আসামী বিএনপি কর্মী আলম ও একটি মামলায় আনারুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক ইদ্রিস আলী।