• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে জেলহত্যা দিবসে  ডা. গোলাম রাব্বানীর মিলাদ মাহফিল

  • Nov 03, 2018

Share With

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা স্বাচিপ-বিএমএ এর সাধারন সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম রাব্বানীর উদ্যোগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘাতকের গুলিতে নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ এশার শহরের ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় ডাঃ গোলাম রাব্বানীর ব্যক্তিগত কার্যালয়ে এ মিলাদ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নূরুল ইসলাম, ছাত্রলীগের জেলা সভাপতি ইমন রেজা, সাধারন সম্পাদক সাইফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ, আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি হাজ্বি শামসুদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেহেরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আহমেদ বিন আওয়াল, সদর থানা আওয়ামীলী তরুণ প্রজন্মলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর তরুণ প্রজন্মলীগের সভাপতি আব্দুল বাশির সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

আলোচনা সভায় ডাঃ গোলাম রাব্বানী অতি দ্রুত জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ডের বিচার দাবী করে বলেন, এটা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। আর তাই এই নির্মম হত্যাকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।