• Saturday, December 21, 2024

শিবগঞ্জের পিয়ালিমারি ফুটবল মাঠে রাব্বানীর বিশাল জনসভা

  • Nov 07, 2018

Share With
শিবগঞ্জ প্রতিবেদক :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পিয়ালিমারি প্রগতিশীল যুব সংঘের উদ্যোগে বুধবার সন্ধ্যায় পিয়ালিমারি ফুটবল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় যুব সংঘের সভাপতি শহিদুল ইসলামর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শামসর রহমান বাবু, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগেরর সভাপতি আবদুল কাদির, দাইপুখুরিয়া আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম ডিউক চৌধুরী, উপজেলা কৃষক লীগের মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান হিটুল, সাংগঠনিক সম্পাদক আসমাউল হক দোয়েলসহ অন্যরা।
শেষে এমপি গোলাম রাব্বানী- এলাকার উন্নয়নের লক্ষে ৮০ হাজার টাকা অার্থিক অনুদান ঘোষণা দেন। পরে সকল শ্রেণিপেশা মানুষের নিকট নৌকায় দেয়ার আহবান জানান।