• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Nov 01, 2018

Share With

জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে উন্নয়নমূলক ৫ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১ দিকে তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে একটি বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের (চাঁপাইনবাবগঞ্জ-৩) সংসদ সদস্য আব্দুল ওদুদ এমপি, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের গোলাম রাব্বানী এমপি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস এমপি।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, বিজিবিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন, ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, পদ্মা নদীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষা প্রকল্প (২য় সংশোধিত) নির্মাণ কাজ, গোপস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তথ্য ওযোগাযোগ প্রযুক্তি বিভাগে ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প ৩৫ টি জেলার ১১০০ টি ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট কানেক্টিভিটি।


ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, জনগণ যদি নির্বাচিত করে তবে দেশের উন্নয়নের জন্য আমরা আগামীতেও এভাবেই উন্নয়নের ধারা অব্যহত রাখবো।

উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য মাঠে থেকে কাজ করতে হবে। যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো একধাপ এগিয়ে যেতে পারি।