• Monday, May 27, 2024

পশ্চিমী দুনিয়ায় ঝড় তুলেছেন প্রিয়া অঞ্জলি

  • Nov 08, 2018

Spread the love

প্রিয়া অঞ্জলি রাই যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্ন তারকা। ভারতে জন্ম নিলেও পশ্চিমী দুনিয়ার অন্যতম জনপ্রিয় পর্নস্টার তিনি। আগামী ২৫ ডিসেম্বর প্রিয়া অঞ্জলি রাইয়ের জন্মদিন।

জানা যায়, ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর দিল্লিতে জন্ম হয় প্রিয়া অঞ্জলি রাইয়ের। মাত্র ২ বছর বয়সে ভারতীয় কন্যাকে দত্তক নেন আমেরিকার এক দম্পতি। তারাই ছোট থেকে বড় করে তোলেন প্রিয়াকে। পড়াশোনা শেষ করার পর পর্ন স্টার হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন প্রিয়া অঞ্জলি রাই। পর্ন ছবির জগতে পশ্চিমী দুনিয়ায় ঝড় তুললেও, নিজের ভারতীয় নাম বদলাননি প্রিয়া অঞ্জলি।

২০০৭ সাল থেকে পর্ন স্টার হিসেবে পশ্চিমী দুনিয়ায় জনপ্রিয়তার শিখরে ওঠে প্রিয়া অঞ্জলি রাইয়ের নাম। কিন্তু ২০১৩ সাল থেকেই পর্ন ছবির দুনিয়া থেকে বিদায় নিতে শুরু করেন ওই ভারতীয় বংশোদ্ভূত কন্যা। জানা যায়, এক ব্যবসায়ীর সঙ্গে বর্তমানে সুখেই সংসার করছেন প্রিয়া। তবে এ বিষয়ে মুখে কখনো মুখ খুলেননি প্রিয়া অঞ্জলি।