চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনে র্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩১ ব্যক্তি : বিভিন্ন মেয়াদে জেল জরিমানা
- Nov 05, 2018
নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার জুগান্দারপাড়া কাঁচা রাস্তার পশ্চিম পাশে দুলাল গং এর আমবাগানে অভিযান চালিয়ে ১২৭৫ পিচ ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত নাইমুল হক মাষ্টারের ছেলে মো. শাহজাহান আলী (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সাইকেল, মোবাইল ফোন সিমকার্ডসহ ১৩০ টাকাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অপর দিকে রবিবার বেলা ১১ টা থেকে রাত সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত শহরের বিভিন্ন মাদকস্পটে অভিযান চালিয়ে ১৩ মাদকসেবীকে আটক করা হয়। পরে ব্রাম্যমান আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাদের ভিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ জরিমানা করেন। এ ছাড়াও গত শনিবার দিনব্যাপি াভিযানে শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে আটক করে র্যাব। পরে তাদের ভাম্রমান আদারতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, মো. রুহুল আমিন ও মোহাম্মদ রবিন মিয়া মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ জরিমানা করেন। র্যাবের মাদবিরোধী চরমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
১৩ জন মাদকসেবী ও ব্যবসায়ী-১। মোঃ শাহলাল (২৫), পিতা-মোঃ জালাল, সাং-রেলবাগান, ২। মোঃ শুভ (২১), পিতা-মোঃ শাহিন, সাং-পালশা মিশন, ৩। মোঃ রশিদুর রহমান (১৮), পিতা-মৃত নবিউর রহমান, সাং-মহারাজপুর ফকিরপাড়া, ৪। রানা (২৩), পিতা-শফিকুল ইসলাম, সাং-মহারাজপুর ফকিরপাড়া, ৫। মাসুম আলী (২৪), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-মহারাজপুর ফকিরপাড়া, ৬। ডলার (২১), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-মহারাজপুর ফকিরপাড়া, ৭। মোঃ রিপন (২২), পিতা-মোঃ গফুর, সাং-ইসলামপুর, ৮। মোঃ লতিফুর রহমান (৫৫), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-হরিপুর, ৯। আব্দুল আলিম (১৭), পিতা-নজিবুর রহমান, সাং-বালুবাগান, ১০। মোঃ হিমেল (২০), পিতা-মোঃ রেজাউল করিম, সাং-আরামবাগ, ১১। স্বপন (১৮), পিতা-মোঃ তরিকুল, সাং-লক্ষীপুর, ১২। মোঃ মাহাম (২০), পিতা-মৃত ফজলুল হক, সাং-দিয়াড় ধাইনগর, ১৩। মোঃ ওবাইদুল্লাহ (২২), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-দিয়াড় ধাইনগর, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
১৭ জন মাদকসেবী ও ব্যবসায়ী- ১। মোঃ রবিন হোসেন (২২), পিতা-মোঃ মেহের আলী, সাং-আলীনগর রেলগেট, ২। মোঃ মোতাহার (৪২), পিতা-মৃত আফজাল হোসেন, সাং-হাসপাতাল রোড, ৩। সারিউল ইসলাম (৫০), পিতা-মৃত ফেরদৌস, সাং-আজাইপুর, ৪। মোঃ নুর হোসেন (২৪), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-আরামবাগ, ৫। মোঃ রাসেল আলী (২৩), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-আরামবাগ, ৬। মোহাম্মদ আলী (৩০), পিতা-মোঃ দুরুল হুদা, সাং-আরামবাগ।
৭। মোঃ আজিজ (৫৫), পিতা-মৃত কোরবান আলী, সাং-মসজিদপাড়া, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৮। মোঃ আব্দুল আলিম (৩৮),,পিতা-মোঃ কয়েশ, সাং-মাইরা জুগারপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহী, ৯। মোঃ শাহজালাল শাহিন (৫৬), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-বাসুনিয়া পট্টি, ১০। মোঃ আব্দুর রাকিব (৩০), পিতা-মোঃ তরিকুল ইসলাম, সাং-নুনুপুকুর পায়জাপুলপাড়া, ১১। মোঃ আলম (৪০), পিতা-মৃত সোলেমান, সাং-খাড়াপুল, ১২। মোঃ আঃ হান্নান (৫০), পিতা-মোঃ সাইফুদ্দিন, সাং-আলীনগর, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ১৩। মোঃ বাক্কার (৪০), পিতা-মৃত আলহাজ্ব নজরুল, সাং-বালিয়াঘাট্টা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ১৪। মোঃ ফটিক (৪৩), পিতা-মৃত দানেশ আলী, সাং-বড়পুকুরিয়া, ১৫। মোঃ শওকত আলী (৬২), পিতা-মৃত মফিজউদ্দিন, সাং-মেরদাপাড়া, ১৬। মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা-মৃত আবুল হোসেন, সাং-মসজিদপাড়া, ১৭। সবুজ সুইপার (১৯), পিতা-শ্রী মতিন (সুইপার), সাং-জুগিডাঙ্গা, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।