• Friday, May 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে গুরু দ্য জুনিয়র সার্জেন্ট আলিম আরেকবার জয় করলেন হাজারো শ্রোতার হৃদয়

  • Oct 07, 2018

ডি এম কপোত নবী : দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন! হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো, জন্মান্তরের বাঁধন কোথা হারালো! উন্নয়ন মেলার শেষ দিনে মাঠে তখন পিনপতন নিরবতা। চোখে কালো সানগ্লাস, টি-শার্ট আর জিন্স পরিহিত গুরু দ্য জুনিয়র, চাঁপাইনবাবগঞ্জের জেমস সার্জেন্ট আব্দুল আলিম খান উঠে এলন মঞ্চে। একে একে শুরু করলেন গান। জেমস এর লেইস ফিতা লেইস, পাগলা হাওয়ার তরে, যাত্রাপালা ও কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে খবর নিও না গান গেয়ে মাঠে উপস্থিত দর্শক মেতে উঠলেন উল্লাসে। হাত নেড়ে এবং গুরু দ্য জুনিয়র এর সাথে মুখ মিলিয়ে একসাথে গাইলেন মাঠের হাজারো দর্শক।

জোড়া দু হাত শূণ্যে তুলে রকস্টার খ্যাত জেমস এর ভঙ্গিতে সম্ভাষণ জানাতে ভুলেন নি তিনি। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ তখন তমুল উৎসাহ। প্রতিটি গানে হই হই করে উঠলেন দর্শক শ্রোতারা। গানের তালে নেচে উঠলো হাজারো দর্শক-শ্রোতা।

আফটার রেইন এর ভোকাল সার্জেন্ট আলিমের গান সবার সাথে সামনে বসে উপভোগ করছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টি. এম মোজাহিদুল ইসলাম বিপিএমসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সার্জেন্ট আলিমকে সহায়তা করেছেন কি-বোর্ডে স্বজন, বেজ গিটারে মানিক, প্যাডে লিটন ও লিড গিটারে রুদ্র।

 

 

শনিবার ছিল ৪র্থ উন্নয়ন মেলার শেষ দিন। জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিন। এ উপলক্ষে দি ব্যান্ড আফটার রেইন এর লাল সবুজ রংয়ের বর্ণিল আলোয় দেশের উন্নয়ন যাত্রাকে আরও বেশি গতিশীল করছিলো মঞ্চ। তাই আবারও গুরু দ্য জুনিয়র সার্জেন্ট আলিমের এমন পারফর্ম এর জন্য অপেক্ষায় রইলো চাঁপাইনবাবগঞ্জের ব্যান্ড সঙ্গীত পিপাসু দর্শক ¯্রােতা।